কুরআনের প্রায় সমস্ত দোয়া এবং মোনাজাতগুলো এক জায়গায় বাংলা উচ্চারণ ও অর্থসহ লিপিবদ্ধ করা

400
কুরআনের প্রায় সমস্ত দোয়া এবং মোনাজাতগুলো এক জায়গায় বাংলা উচ্চারণ ও অর্থসহ লিপিবদ্ধ করা

কুরআনের প্রায় সমস্ত দোয়া এবং মোনাজাতগুলো এক জায়গায় বাংলা উচ্চারণ ও অর্থসহ লিপিবদ্ধ করা

আলহামদুলিল্লাহ! কুরআনের প্রায় সমস্ত দোয়াগুলি এক জায়গায় বাংলা উচ্চারণ ও মিনিংসহ লিপিবদ্ধ করে দেয়া হলো। এ দোয়াগুলি নিজে মুখস্থ করুন এবং অপরকে পড়ার ও মুখস্থ করার সুযোগ করে দিন।
✅ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ، وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، البقرة ١٢٧
রব্বানা- তাক্বব্বাল্ মিন্না- ইন্নাকা আংতাস্ সামী’য়ুল্ ‘আলীম্। ওয়া তুব্ ‘আলাইনা- ইন্নাকা আংতাত্তাওয়া-বুর্ রহীম।
“হে আমাদের প্রভূ! তুমি আমাদের থেকে (সব দোয়া) কবুল করো। নিশ্চয়ই তুমি সবকিছু শুনতে পাও ও সব কিছু জানো। আর তুমি আমাদের তাওবাহ্ কবুল করো। অবশ্যই তুমি একমাত্র তাওবাহ্ কবুলকারী ও দয়াময়”।
✅ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ, البقرة ٢٠١
রব্বানা- আ-তিনা- ফিদ্দুন্ইয়া- ‘হাসানাতাওঁ ওয়া ফিল্ আ-খিরতি ‘হাসানাতাওঁ ওয়া ক্বিনা- ‘আযা-বান্না-র্।
“হে আমাদের প্রভু! তুমি দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো। আর দোজখের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও”।
✅ رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ،البقرة ٢٥٠
রব্বানা- আফ্রিগ্ ‘আলাইনা- সব্রাওঁ ওয়া সাব্বিত্ আক্বদা-মানা- ওয়াংসুর্না- ‘আলাল্ ক্বওমিল্ কাফিরীন্।
“হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদের পা অটল রাখ এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে (জয়যুক্ত করার জন্য) সাহায্য করো”।
✅ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ , البقرة ٢٨٦
রব্বানা- লা- তুয়া-খিজ্না- ইন্নাসীনা- আও আখ্ত্ব’না-। রব্বানা- ওয়া লা- তা’হমিল্ ‘আলাইনা- ইস্রং কামা- ‘হামাল্তাহূ ‘আলাল্ লাযীনা- মিং কব্লিনা-। রব্বানা- ওয়া লা- তু’হাম্মিল্না- মা- লা- ত্ব-ক্বতালানা- বিহ্। ওয়া’ফু ‘আন্না-, ওয়াগ্ ফির্ লানা-, ওয়ার্ ‘হাম্ না-, আংতা মাওলা- না-, ফাংসুর্ না- ‘আলাল্ ক্বওমিল্ কাফিরীন্।
“হে আমাদের প্রতিপালক! যদি আমাদের ভুল ত্রুটি হয়, তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীদের ওপর যেমন গুরুভার অর্পন করেছিলে, আমাদের ওপর তেমন গুরুদায়িত্ব অর্পণ করো না। যে ভার সহ্য করার ক্ষমতা আমাদের নেই, তা আমাদের ওপর আরোপ করো না। আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে দয়া কর, তুমিই আমাদের অভিভাবক। তাই কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে (জয়যুক্ত করার জন্য) সাহায্য করো।
✅ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ, ال عمران ٨
রব্বানা- লা- তুঝিগ্ ক্বুলূবানা- বা’দা ইয্ হাদাইতানা-, ওয়া হাব্ লানা- মিল্লাদুংকা র’হ্ মাহ্। ইন্নাকা আংতাল্ ওয়াহ্হা-ব্।
“হে আমাদের পালনকর্তা! সরল পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে আর বাঁকা করে দিও না। এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো। তুমিই সব কিছুর দাতা।”
✅ رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ, ال عمران ٩
রব্বানা- ইন্নাকা জা-মি’য়ুন্না-সা লি ইয়াওমিল্ লা- রইবা ফীহ্। ইন্নাল্ল-হা লা- ইউখ্লিফুল্ মী’য়া-দ্।
“হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে- এতে কোন সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না।”
✅ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ، آل عمران ١٦
রব্বানা- ইন্নানা- আ-মান্না- ফাগ্ফির্ লানা- যুনূবানা-, ওয়া ক্বিনা- ‘আযা-বান্না-র্।
“হে আমাদের প্রতিপালক! আমরা অবশ্যই ঈমান এনেছি। অতএব, তুমি আমাদের পাপ ক্ষমা করে দাও। আর আমাদেরকে দোযখের আযাব থেকে পরিত্রাণ দাও”।
✅ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ, آل عمران ٣٨
রব্বি হাব্লী মিল্লাদুংকা যুর্রিয়্যাতাং তয়্যিবাহ্। ইন্নাকা সামী’য়ুদ্দু’য়া-‘।
“হে প্রভু! আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি সকল দোয়া শুনতে পাও”।
✅ رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ ، ال عمران ٥٣
রব্বানা আ-মান্না- বিমা- আংঝাল্তা অত্তাবা’নার্রসূলা ফাক্তুব্না- মা’য়াশ্শা-হিদীন্।
“হে আমাদের প্রতিপালক! তুমি যা অবতরণ করেছ তার ওপর আমরা ঈমান এনেছি এবং রসূলের অনুসরণ করেছি। তাই আমাদের নাম শহীদদের নামের অন্তর্ভুক্ত করে দাও”।
✅ رَبَّنَا اغْفِرْ
আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াগুলো আমল করার তাওফিক দিন। আমীন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here