-অঙ্কে দুর্বল দু’জন চাকুরি প্রার্থী ইন্টারভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন। প্রথম জন ভেতরে ঢুকলেন। অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে জার্নি করছেন। সফর কালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন ? চাকুরি প্রার্থীঃ ট্রেনের জানালা খুলে দেবো। অফিসারঃ বাহ, বাহ্ খুব ভালো। এখন বলুন, জানালার ক্ষেত্রফল ১.৫ বর্গ মিটার, ট্রেনের কামরার ঘনফল ১৩ ঘনমিটার, পশ্চিমদিকে ট্রেনের গতিবেগ ৮০কিমি/প্রতি ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে ৫ মাইল/ প্রতি সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠাণ্ডা হতে কত সময় লাগবে ?
চাকুরি প্রার্থীর সব ঘেঁটে হতাশ । কোনো উত্তর দিতে পারলেন না। বেরিয়ে এসে দ্বিতীয় চাকুরি প্রার্থীকে প্রশ্নের বিষয়ে জানালেন। এবার দ্বিতীয় জন ভিতরে ঢুকলেন। অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে সফর করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন ? দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ কোট খুলে দেবো। অফিসারঃ তারপরেও গরম লাগলে কী করবেন ? দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ জামা খুলে ফেলবো। অফিসারঃ তারপরেও গরম লাগলে ? দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ গেঞ্জি খুলে ফেলবো। (বিরক্ত হয়ে) অফিসারঃ তারপরেও গরম লাগলে ? দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ সু, মুজা খুলে ফেলবো। (প্রচণ্ড রেগে গিয়ে) অফিসারঃ তারপরেও যদি গরম লাগে?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ স্যার, আমি গরমে মরে যাবো, কিন্তু কোনোভাবেই ট্রেনের জানালা খুলবো না।
************************************************************
চাকরি করতে ইচ্ছুক একজন মেয়ে ইন্টারভিউ দিচ্ছেন। ……
বসঃআজ কি বার? মেয়েঃ রবিবার।
বস: আপনার নাম কি? মেয়ে: মৌসুমি মাহি।
বস: আপনার জন্ম কত সালে?
মেয়ে: ০৫/০৩/……
বস: বাংলাদেশের জাতিয় পাখির নাম কি?
মেয়ে: দোয়েল।
বস: বাংলাদেশ কত সালে পাকিস্থান থেকে বিজয় লাভ করে?
মেয়ে: ১৯৭১ সালে।
বসঃটাইটানিক সিনেমার যে নায়ক ছিলো তার নাম কি?
মেয়েঃ জ্যাক।
বসঃ বাংলাদেশের প্রধান মন্ত্রির নাম কি?
মেয়েঃ শেখ হাসিনা।
বস: আপনি সঠিক উত্তর দিয়েছেন,আপনি আসলেই সেরা ছাত্রী ছিলেন,, কাল থেকে চাকরিতে জয়েন করুন। মেয়ে: ওকে স্যার ধন্যবাদ।
চাকরি করতে ইচ্ছুক একজন ছেলে, তিনি ইন্টারভিউ দিচ্ছেন:
বস: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট থেকে যে মাইক্রফোনের মাধ্যমে বাংলাদেশের স্বাধিনতার ঘোষণা দেন সেই মাইক্রফোন অবিস্কারকের দাদা কত সালে বিয়ে করেন?
ছেলে:…………. জানি না স্যার!
বস: স্বাধিনতা যুদ্ধে বুলেটের আঘাতে সর্বপ্রথম শত্রুপক্ষের যে ব্যক্তিটি মৃত্যুবরণ করে তিনি কোন কোম্পানির বিড়ি খেতেন? ছেলে:………………… জানি না স্যার!
বস: বারাক , ওবামার স্ত্রী মিশেল ওবামা যে ঘরে রাত্রী যাপন করেন, সে ঘরের চকির নিচে কী থাকে? ছেলে:…………… জানি না স্যার!
বস: টাইটানিক জাহাজে যে ইলেকট্রিক মোটর ছিল,প্রতিটার হর্স পাওয়ার কত ছিলো?
ছেলেঃ জানি না স্যার।
বসঃ বিজ্ঞানি নিউটন যে স্যান্ডেল পায়ে দিতেন তা কোন কোম্পানির ছিলো? দাম কত?
ছেলেঃ জানি না স্যার।
বস: যে কুকুরটি সর্বপ্রথম চাঁদের দেশ জয় করে সে কুকুরটি চাঁদে গিয়ে কয়বার খেউ খেউ করে ডাক দিয়েছিল?
ছেলে:…………………. জানি না স্যার!
বস: আপনি জানেনটা কি? আসতে পারেন! . *এভাবেই পুরুষরা সবখানে অবেহেলিত হয়