১। পৃথিবীর কোন মানুষই জন্মগতভাবে অন্য মানুষকে বর্ণ, ধর্ম, জাতির কারনে ঘৃণা করতে পারে না;
তাকে ঘৃণা করতে শেখানো হয়। মানুষ জন্মগতভাবে, প্রাকৃতিকভাবে কেবল ভালবাসতে শিখে।।
——-নেলসন মেন্ডেলা
২। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে , মনে রেখাে তােমার সময়টা খারাপ তােমার জীবনটা নয় । শুধু অপেক্ষা কর সময় সবকিছু ফিরিয়ে দিবে । ——-নেলসন মেন্ডেলা
৩। আচ্ছা; এশিয়া-আফ্রিকাতে যখন নির্বাচন হয়, ইউরোপ-আমেরিকানরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকে; কিন্তু ইউরোপ-আমেরিকাজুড়ে যখন নির্বাচন হয়, তখন এশিয়া-আফ্রিকার পর্যবেক্ষক থাকে না। হাঁ; নির্বাচনই নিয়ন্ত্রণের হাতিয়ার । ——-নেলসন মেন্ডেলা
৪। যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বল, তার কাছে যেতে পারবে; যদি তার ভাষায় কথা বল, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে ।। ——-নেলসন মেন্ডেলা
৫। একটি উন্নত মাথা এবং বিশাল হৃদয়ের মেলবন্ধন খুব বিরল। কিন্তু মানবজাতির জন্য সবছে প্রয়োজনীয়। যখন এই দুটি একসাথে কলম বা জিহ্বা দিয়ে বের হয়।। ——-নেলসন মেন্ডেলা
৬। কেবল মুক্ত মানুষই আলোচনায় বসতে পারে। বন্দীরা কখনো চুক্তি স্বাক্ষর করতে পারে না ।।
——-নেলসন মেন্ডেলা
৭। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো ।। ——-নেলসন মেন্ডেলা
৮। ”প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়।“—– নেলসন ম্যান্ডেলা
৯। ”আপনি যদি শত্রুর সাথে শান্তিতে থাকতে চান তবে তার সাথে আপনাকে মিশে যেতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে তবেই আপনার শত্রু আপনার সঙ্গী তে পরিণত হবে।”—– নেলসন ম্যান্ডেলা
১০। ”পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে ঢের বেশী অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে।“ ——- নেলসন ম্যান্ডেলা